গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের বাঘা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উদযাপন কমিটির কার্যনির্বাহী কমিটির সভা শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টায় বাঘা সোনাপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার ওয়াহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল ইসলাম, ফয়ছল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মুহিবুর রহমান মজনু, সহ অর্থ সম্পাদক বাবুল আহমদ, অনলাইন বিষয়ক সম্পাদক এম সাঈদুল হাসান, প্রচার সম্পাদক আবদুল ফাত্তাহ টিপু, সদস্য আফজল হোসেন, হাফিজ আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নোমান মাহফুজ প্রমুখ।
সভায় শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের তারিখ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশিতব্য ম্যাগাজিনে কবিতা প্রবন্ধ ও শিক্ষামূলক লেখা গল্প আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সোনাপুর মা হোমিও ফার্মেসী এবং বাঘা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিসে জমা দেয়ার জন্য আহ্বান করা হয়েছে। তাছাড়া উদযাপন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ উক্ত সভায় গ্রহণ করা হয়েছে।