জামালপুর শহরে পাগলা কুকুরের কামড়ে সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধিঃ
জামালপুর পৌর শহরে গত ৬ ঘন্টায় পাগলা কুকুরে কামড়ে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে কুকুরে কামড়ে আহত হয়েছেন অনলাইন পুর্ব-পশ্চিম এর জামালপুর জেলা প্রতিনিধি মেহিদী হাসান।
পাগলা কুকুরের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শহরের গুরুত্বপুর্ন পাঁচ রাস্তা এলাকায়। এছাড়া পাথালিয়া ও ব্রীজ এলাকাতে পাগলা কুকুরের কামড়ে মানুষ আহত হয়।
এ নিয়ে জেলা জুড়ে রয়েছে চরম আতংক। সাধারন মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
জামালপুর সিভিল সার্জন গৌতম রায়  সংবাদ মাধ্যমকে জানান, এ পর্যন্ত জেলা জেনারেল হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছে তবে সংখ্যা জানাতে পারেননি।
জামালপুর পৌর মেয়র সাখাওতুল আলম মনি  সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, পাগলা কুকুরকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
শেয়ার করুন