বড়লেখায় ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে জাতীয় রক্তদাতা দিবস পালিত

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধিঃ

২রা নভেম্বর (শনিবার) জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে, প্রশিক্ষণ কর্মশালা ও র‍্যালী আয়োজন করেছে ইনসাফ রক্তদানকারী ও সমাজকল্যাণ সংস্থা। র‍্যালী পরবরর্তী কর্মশালায় ইনসাফের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম ইকবাল এর পরিচালনায় এবং সভাপতি সাদিকুর রহমান ফাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখার সেরা সংগঠক ও ভাইস চেয়ারম্যান (বড়লেখা উপজেলা) মোঃ তাজ উদ্দিন।

প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক সুলতান আহমেদ খলিল, রেহান পারভেজ রিপন (কাউন্সিলর), সামাজিক ব্যক্তিত্ব আইনুল ইসলাম (উপদেষ্টা, ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা)। এছাড়াও বিভিন্ন রক্তদানকারী সংগঠন এর নেতৃবৃন্দ এর বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব এর সভাপতি নুরুল ইসলাম, দক্ষিণভাগ ইসলামী সমাজসেবা সংগঠনের সভাপতি খলিলুর রহমান,
বড়লেখা মানবসেবা সংস্থার সভাপতি হাছান মাহমুদ, একতা রক্তদান সংস্থার সভাপতি এবং মাসুম আহমেদ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, ইনসাফের সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মো-জয়নুল হোসেন জয়, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ তালুকদার, প্রচার সম্পাদক আরিফ আহমেদ, সহকারী অর্থ সম্পাদক সুলতান আহমেদ।

প্রধান প্রশিক্ষক বলেন, ‘সকল ধর্মের মর্মকথা সবার আগে মানবতা’, তাই আমরা মানবতার কাজের পূর্বে সচেতন ভাবে রক্তদান করবো। আমাদেরকে রক্তদানের পূর্বে এবং কিছুক্ষন পরে ফাষ্টফুড জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। সচেতন ভাবে ভাবে নতুন সিরিঞ্জ ব্যাবহারের প্রতি খেয়াল রাখতে হবে। বক্তারা তাদের বক্তব্যে জাতীয় রক্তদাতা দিবসের তাৎপর্য এবং রক্তদান সম্পর্কে জনসচেতনা মূলক বক্তব্য রাখেন।

শেয়ার করুন