মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা থেকেঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী পরবর্তীতে আলোচনা সভা অনুষ্টিত হয় উপজেলা অডিটোরিয়ামে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

বড়লেখা উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এম,পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোয়েব আহমদ চেয়ারম্যান বড়লেখা উপজেলা পরিষদ তাজ উদ্দিন ভাইস চেয়ারম্যান বড়লেখা উপজেলা পরিষদ, আনোয়ার উদ্দিন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, মো. ইয়াছিনুল হক (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বড়লেখা থানা, একেএম হেলাল উদ্দিন উপাধ্যক্ষ নারী শিক্ষা একাডেমী, গোপাল দত্ত, সাধারণ সম্পাদক বড়লেখা প্রেসক্লাব, জেহিন সিদ্দিকী পৌর কাউন্সিলর বড়লেখা, সমবায়ী কর্মকর্তা বেলাল আহমদ, সুজিহ চন্দ্র নাথ, অজিত রঞ্জন দাস প্রমুখ।

শেয়ার করুন