আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে সোমবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে পৌরসভার সামর্থ্য বাড়ি মোড় এলাকার মেসার্স গিয়াস পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন, ঝালুপারা মুরগি ফার্ম এর সামনে থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সামর্থ্য বাড়ি মোড় মেসার্স গিয়াস উদ্দিন পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন, ঝালুপাড়া মুরগি ফার্ম এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালক সহ ৪ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আরামনগর বাজারের আলাউদ্দিনের ছেলে কবির (৩২) রাখাল ঘোষ এর ছেলে বিপ্লব ঘোষ (৪০) মৃত জ্যোতিষ চন্দ্র সাহার ছেলে সবুজ সাহা (৩৭) আরামনগর বাজার হাজী বাড়ির আজিজুর রহমানের ছেলে রাজিব মিয়া (৩০)।
পুলিশ আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও দুটি চাপাতি এবং দুটি ধারালো চাকু সহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। সরিষাবাড়ী থানার এএসআই হুমায়ুন কবীর সঙ্গীয় কনস্টেবল জগলুল পাশা এবং আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হন।
আটককৃতদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে। সরিষাবাড়ী থানার এএসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।মামলা নং -৩। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজেদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, ডাকাতির জন্য সমবেত ৫ ডাকাতের মধ্যে দুইজন সিএনজি থেকে দৌড়ে পালিয়ে যায়। এসময় সিএনজি চালক সহ ৪ জনকে আটক করে থানায় আনা হয়েছে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।