জামালপুরে ২৪০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ 
জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আকলিমা খাতুনকে (২৮) আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। ৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালেরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি দিলালেরপাড়া গ্রামের রবিন রানা ফকিরের স্ত্রী।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবীরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এনফোর্সমেন্ট সদস্য ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ আভিযানিক দল আজ মঙ্গলবার সকালে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দিলালেরপাড়া গ্রামে অভিযান চালায়।
এ সময় মাদক কারবারি আকলিমা খাতুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে আকলিমা খাতুনের স্বামী রবিন রানা ফকির (৩৫) দ্রুত পালিয়ে যায়। তারা বেশ কিছুদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন।
জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ নেওয়াজ সংবাদ মাধ্যমকে জানান, আটক মাদক কারবারি আকলিমা খাতুন ও তার স্বামী পলাতক রবিন রানা ফকিরের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন