কানাইঘাটে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ 

কানাইঘাটে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনা মূলক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ট্রাফিক বিভাগ সিলেট জেলার উদ্যোগে পৌর শহরের বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী কানাইঘাট উত্তর বাজারে ট্রাফিক সচেতনতা মূলক সভায় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর সভাপতিত্বে ও ট্রাফিকের টিএসআই হাবিবুর রহমানের পরিচালনায় থানার পুলিশ অফিসারবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, শিক্ষানবিশ এএসপি ওয়ালিউল ইসলাম রাজিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, আ’লীগ নেতা রিংকু চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, পৌর কাউন্সিলর বিলাল উদ্দিন, আ’লীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবানসহ উপজেলার বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ।

বিপুল সংখ্যক পরিবহন চালকদের উপস্থিতিতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর কার্যকর সম্পর্কে বক্তব্য কালে ওসি শামসুদ্দোহা বলেন, চলতি নভেম্বর মাস থেকে সড়ক পরিবহন আইন-১৮ পুরোপুরি ভাবে কার্যকরি করা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এখন থেকে এ আইন মেনে সব ধরনের মোটর যান চালানোর জন্য চালকদের প্রতি তিনি আহবান জানান। কেউ আইন অমান্য করলে ট্রাফিক ও সড়ক পরিবহন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি কানাইঘাটে সকল গাড়ীর চালকদের আইন মেনে গাড়ী চালানো সহ ও গাড়ীর কাগজপত্র ও বৈধ লাইসেন্স সাথে রাখারও আহবান জানান।

 

শেয়ার করুন