কানাইঘাটে মোবাইল কোর্টে অবৈধ করাতকল মালিকদের জরিমানা

কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ কানাইঘাটে লাইসেন্স বিহীন অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৩ করাতকল মালিকদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করি খান বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার চতুল বাজারের পাশে অবস্থিত কবির উদ্দিন ও বড়চতুল বাজারের পাশে অবস্থিত নুরুল ইসলাম ও নুরুল আম্বিয়ার করাতকলে অভিযান চালান। অভিযান চলাকালে এ ৩টি করাতকলের মালিক করাতকল পরিচালনার জন্য কোন ধরনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় নির্বাহী কর্মকর্তা করাতকল বিধিমালা ২০১২ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে এ ৩টি করাতকলের মালিকদের কাছ থেক নগদ ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বৈধ লাইসেন্স ছাড়া করাতকল না চালানোর জন্য নির্দেশ দেন।

এছাড়া বড়বন্দ বাজারের এনামুল হকের করাতকলে অভিযানের সময় মালিক সেখানে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে উপজেলা বিট অফিসার রফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন। অভিযান কালে কানাইঘাট থানা পুলিশ উপস্থিত ছিলো।

শেয়ার করুন