মোঃ ইবাদুর রহমান জাকিরঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরশহরে ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা সময় শহরের দক্ষিণবাজার, মধ্যবাজার ও স্টেশন রোড এবং ডাক বাংলা এলাকায় গাড়ি চালক ও বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ ও চালকের মাঝে প্রচারপত্র বিলি করে বড়লেখা ট্রাফিক বিভাগ।
চালক ও সাধারণ মানুষের মাঝে নতুন সড়ক নিরাপত্তা আইন নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেছে ট্রাফিক পুলিশ। বড়লেখা ট্রাফিক বিভাগের উদ্যোগে এগুলো বিলি করা হয়।
এসময় ট্রাফিক বিভাগের কুলাউড়া জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন দ্বায়িত্ব প্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, বড়লেখা ট্রাফিক বিভাগের উপ-পরিদর্শক মো. সাইদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক ফেরদৌস আলম ও মো. জগলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।