- নিজস্ব প্রতিবেদক::
আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজারের উদ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-যুবসেনা-ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সার্বিক সহযোগিতায় রবিবার (১০ নভেম্বর) বেলা ২ টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগাহ শরীফ থেকে হাজার হাজার ধর্ম প্রাণ মানুষের অংশগ্রহণে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।
শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে ঈদে মিলাদুন্ননবী (দঃ) মাহফিল। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা হারিছ আল কাদরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, জেলা ঈদে মিলাদুন্ননবী (দঃ) উদযাপন কমিটির সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব -এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঈদে মিলাদুন্ননবী (দঃ) উদযাপন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মুহিত হাসানী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জি, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, সাতগাঁও সামাদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমেদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী কুতুব উদ্দিন, সাতগাঁও সামাদিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক শেখ এনামুল হক, আহলে সুন্নত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক শেখ মোঃ ইলিয়াস, সদস্য মাওলানা মোঃ নুরুল ইসলাম মেম্বার, মাওলানা শেখ আরিফুল ইসলাম , বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি শাহ ফয়জুল মোস্তফা, সহ সাধারণ সম্পাদক ডাঃ মামুনুর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল মুকিদ হাসানী, ব্রিটেন প্রবাসী মাওলানা ফখরুল মোস্তফা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ এম রাসেল মোস্তফা, সিনিয়র সহ সভাপতি জুনাঈদুল ইসলাম চৌধুরী আদনান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, রাজনগর উপজেলা শাখার সভাপতি মাইনুদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কুলাউড়া উপজেলার সভাপতি আব্দুস সালাম, সিরাজনগর ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন ভোলায় মোহাম্মাদ (দঃ) কে নিয়ে যারা অবমাননাকর কটুক্তি করেছে এবং আশেকে রাসুলদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী যেসব সদস্যরা নির্বিচারে গুলি করে হত্যা করেছে বিচার বিভাগীয় তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এবং শত শত বৎসরের ঐতিহ্য ভারতের বাবরি মসজিদ মুসমানদের ফিরিয়ে দেওয়ারও দাবি জানান। বক্তারা আরো বলেন সাম্প্রতিক সময়ে ধর্ম মন্ত্রী শেখ আব্দুল্লাহ আলীয়া মাদ্রসার আলেম-উলামার ব্যাপারে ও হজ্ব নিয়ে যে কটুক্তি করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অবিলম্বে তাকে অপসারণ ও নিশ্বর্ত ক্ষমা প্রার্থনারও দাবি জানান। পরিশেষে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Attachments area
মৌলভীবাজারে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্ননবী (দঃ) উদযাপন
শেয়ার করুন