- আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
- সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে আজ সোমবার ১১ নভেম্বর সকালে দেখতে ছুটে যান জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বঙ্গবন্ধুর অন্যতম সহচর বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান তালুকদার এর কনিষ্ঠ পুত্র সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো মুরাদ হাসান এমপি । এ সময় তথ্য প্রতিমন্ত্রী সাবেক ধর্মমন্ত্রীর শয্যার পাশে বেশ কিছুক্ষণ সময় কাটান। তার শরীর ও চিকিৎসার খোঁজ খবর নেন। প্রতিমন্ত্রী নিজেই একজন প্রসিদ্ধ চিকিৎসক হওয়ায় সাবেক ধর্মমন্ত্রীর শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেওয়ায় তিনি মানসিক ভাবে স্বস্তি ও উৎফুল্লবোধ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের নিজ বাড়িতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সেযোগে তাকে ঢাকায় আনা হয়। সন্ধ্যায় মতিউর রহমানকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাবেক ধর্মমন্ত্রী অসুস্থ মতিউর রহমানের পাশে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
শেয়ার করুন