গোয়াইনঘাট থানা পুলিশের সচেতনতামূলক সভা

শাহীন আহমদ গোয়াইনঘাট, সিলেট ঘুরেঃ গোয়াইনঘাটে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সম্পর্কে ট্রাফিক সচেতনতা মূলক সভা ও র‌্যালী পরবর্তী চেকপোস্ট বসানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিলেট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে সালুটিকরস্থ নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের ভবন প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সালুটিকর-গোয়াইনঘাট ও সালুটিকর-ভোলাগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও ট্রাফিকের  টিআই মারিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, সমাজসেবী লুৎফর রহমান, ট্রাক শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ- কমিটির সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন,সহ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন,ব্যাবসায়ী ফরিদ মিয়া,সালুটিকর ইমা লেগুনা শাখার সাধারন সম্পাদক আলাজুর রহমান এসআই সুরঞ্জিত তালুকদার,এসআই বাছেদ মিয়া, এএসআই মামুন রশিদ প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কের সালুটিকর বাজার পয়েন্টে একটি ব্যাতিক্রমী অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এসময় ট্রাক, পিকআপ, কাভার্ভ ভ্যান, বাস, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স, ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল চালকের হেমলেটসহ প্রয়োজনীয় সকল প্রকার পত্রাদি পরীক্ষা করা হয়।
চেকপোস্ট চলাকালে আলাজুর রহমান নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে চেকপোস্টের সামনে উপস্থিত হন। আলাজুর রহমানের ড্রাইভিং লাইসেন্স, তার মোটরসাইকেলের সকল পত্রাদি, হেমলেটসহ প্রয়োজনীয় সকল প্রকার পত্রাদি যথাযথ পেয়ে আলাজুর রহমান স্যালুট জানিয়ে সকল যানবাহন চালকদের এরকম ট্রাফিক আইন মেনে চলার আহবান করেন অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ।
শেয়ার করুন