নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগরঃ

“সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্যকে সমানে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। ৯ নভেম্বর (শনিবার) সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাসিরনগর অফিসের উদ্যোগে জন সাধারণদের অগ্নি নির্বাপণের বিষয়ে সচেতনতায় গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টার লাগোনো সহ ফার্মেসী, ক্লিনিক, হোটেল-রেস্তোরা ইত্যাদিতে লিফলেট ও সচেতনতামূলক বই বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জসিম উদ্দিন বলেন দায়িত্ব, সেবা কার্যক্রম, অগ্নিকান্ডসহ যেকোন দূর্ঘটনা, দূযোর্গ মেকাবেলায় করণীয় বিষয় সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হচ্ছে।

শেয়ার করুন