জামালপুরে অটোচালকদের অতিরিক্ত ভাড়া আদায়, এলাকাবাসীর মানববন্ধন

নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর পৌরসভা নির্ধারিত ভাড়ার নিয়ম অমান্য করে ব্যাটারীচালিত অটো রিকসা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকার সচেতন নাগরিক সমাজের সর্বস্তরের জনগন। ১০ নভেম্বর, রবিবার দুপুরে পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার মোড়ে এ কর্মসূচি পালন করে তারা।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, সরকারী আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছানোয়ার হোসেন, সমাজসেবক শাহ্ মো. আব্দুল হান্নান, বোর্ডঘর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহজাহান আলী সাজু, সমাজ সেবক মজিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা ফরহাদ আলী ফরিদ, সমাজ সেবক আব্দুল জলিল,সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলী কালু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, পৌরসভা কর্তৃক নির্ধারিত ভাড়া নেওয়ার নিয়ম ভেঙ্গে যাত্রী সাধারনের কাছ থেকে কিছু অসাধু ব্যাক্তি অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তারা দ্রুত ভাড়া কমিয়ে সাধারণ জনগনের হয়রানি বন্ধের দাবি জানান।
এর আগে জামালপুর জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষ বরাবর স্থানীয় এলাকাবাসী সারকলিপি প্রদান করেছেন বলে জানান।

এ ব্যাপারে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, সংগঠনের পক্ষ থেকে ভাড়া নির্ধারণ করে পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। পরবর্তীতে ৮নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ভাড়া কমানোর পরামর্শ দেন। কিন্তু অটোচালকরা আমাদের কথা শুনেনি। এভাবে প্রায় দুই মাস যাবত চলে আসছিল। যদি এ নিয়ে কোন সমস্যা হয় তাহলে চালকরা জঙ্গলপাড়া রোডে আর গাড়ী চালাবে না।
এদিকে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার এলাকায় মানববন্ধন চলাকালীন সময়ে সাহাপুর গোরুস্তান চৌরাস্তা মোড়ে বাংলাদেশ অটো শ্রমিক কল্যাণ সোসাইটি নেতাকর্মীরা গেইটপাড়-জঙ্গলপাড়া রোডে যাত্রীদের নামিয়ে দিয়ে অটো চলাচল বন্ধ করে দেয়। এতে করে সাধারন যাত্রিদের চরম দূর্ভোগ পুহাতে হয়। এ ব্যাপারে জামালপুর পৌরমেয়রকে মুঠোফোনে পাওয়া না গেলেও ৮নং ওয়ার্ড়ের কাউন্সিলর হেলাল উদ্দিন জানান অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি জামালপুর জেলা শাখার নেতাকর্মিদের পৌরসভার পক্ষথেকে ভাড়া কমাতে বলা হয়েছিল।

শেয়ার করুন