ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে স্কুলের সহকারি শিক্ষক জনাব মোঃ হেলাল আহমদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
মানসম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কানেক্টিং ক্লাসরুমের অধীনে দেশের ১৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম পি, ব্রিটিশ হাই কমিশনার কানবার হোসেন বর, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহম্মেদ সাজ্জাদ রশিদ, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা।
ব্রিটিশ কাউন্সিলের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড। অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়ে সহকারি শিক্ষক অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ , প্রধানশিক্ষক জনাব মোঃ ফজল উদ্দিন আহমদ, সহকারি শিক্ষক জনাব মোঃ আনোয়ার আলী, জনাব মোঃ আক্তার উদ্দিন, জনাব মোঃ আতিকুর রহমান, জনাব মোঃ ইমরান আহমদ, অফিস সহকারী জনাব নিমল চন্দ্র পাল, দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার, মেহজাবিন ইসলাম, লাবনী সূত্রধর, আমরিন সুলতানা, মাজিয়া আক্তার,আল আমিন, উত্তম সূত্রধর, সাকের আহমদ ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং ডিবেটিং ক্লাবের সকল সদস্যবৃন্দ, ব্রিটিশ কাউন্সিল স্কুল আম্বাসেডর জনাব মোঃ কামাল উদ্দিনকে। আমাদের এই গৌরবময় অর্জন প্রতিষ্ঠানের সকলের।