ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ৯ জনের লাশ বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের কন্ট্রোল রুমে রাখা হয়েছে। এদের মধ্যে ৫ জন পুরুষ আর ৪ জন নারী রয়েছে। বাকি ৬ জনের লাশ বিভিন্ন হাসপাতালে রয়েছে। এরমধ্যে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি লাশ রয়েছে। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নারী ও পুরুষের দুটি লাশ রয়েছে। আর কুমিল্লা জেলা সদর হাসপাতালে রয়েছে একজন পুরুষের লাশ।
তাৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি। নিহতদের সকলেই উদয়নের যাত্রী বলে ধারণা করছে উদ্ধারকারি।