শ্রীমঙ্গল সাতটি মন্দিরে চুরি

  • মৌলভীবাজার প্রতিনিধি.
  • মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোররাতে ৭টি মন্দিরে চুরি ও প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব মন্দির থেকে পিতলের মুর্তি, থালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি ও মন্দিরের মূর্তি ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা
  • মঙ্গলবার ভোররাতের উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমশী ও ভুনবীর গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,  ওই ইউনিয়নের পাশাপাশি অবস্থানরত দুটি গ্রামের মধ্যে ভিমসী গ্রামের শিববাড়িতে ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়েছে। এছাড়াও হর-গৌরী আখড়া, মদন মোহন আখড়া, পাল পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির, ভীমসী মন্দির, দিনেশ লালের বাড়ির মহাদেব মন্দিরে চুরি করেছে দুষ্কৃতিকারীরা।

    ভুনবীর গ্রামের কৃপাময়ী যুব সংঘের সাধারণ সম্পাদক সুবির দাশ বলেন, চুরি ও ভাংচুরের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এ ঘটনার ফলে সংখ্যালঘু সমাজে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা প্রশমন জরুরী। জনমনে যাতে আতংক সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন অতি দ্রুত দুষ্কৃতিকারী বা চোরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
    খবর পেয়ে মৌলবীবাজারে সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোর হতে পারে। চোর ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ভাঙচুরের কোন ঘটনা না।
শেয়ার করুন