বড়লেখায় দরিদ্র শিশু রোগীর চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা দান

মোঃ ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধিঃ 

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দোহালিয়া কুইয়ারিটিলা গ্রামের মো: সাইকুল ইসলামের মেয়ের জন্মের পর থেকেই মলদ্বার না থাকায় শিশুটিকে বাঁচাতে জরুরী ভিত্তিতে পর্যায়ক্রমে ৪টি অপারেশন প্রয়োজন। সু-চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেন শিশুটির বাবা। বিষয়টি জানতে পেরে বড়লেখা উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ সোমবার (১১ নভেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে শিশুটির পিতার হাতে সাহায্যের টাকা তুলে দেওয়া হয়। নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখার সদস্য সচিব আইনুল ইসলামের পরিচালনায় নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের প্রভাষক ওলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তাজ উদ্দিন -ভাইস চেয়ারম্যান বড়লেখা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ব্যাবসায়ি সুলতান আহমদ খলিল, নুরুল ইসলাম বাবলু -সভাপতি ব্লাড ডোনেট ক্লাব বড়লেখা, তুফায়েল আহমেদ -সহ-সভাপতি ইনসাফ রক্তদান ও সামাজিক সংস্থা বড়লেখা, মঞ্জুরুল করিম ইকবাল -সাংগঠনিক সম্পাদক ইনসাফ রক্তদান ওরসামাজিক সংস্থা বড়লেখা, শাহরিয়ার হোসেন তাওফিক এবং জুবেল আহমদ। উপস্থিত অতিথিবৃন্দ শিশু রোগীর পিতার নিকট চিকিৎসা বাবত নগদ অর্থ তুলে দেন।

অপরদিকে, বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংস্থা মোহাম্মাদীয়া সমাজ কল্যাণ পরিষদ’র নেতৃবৃন্দ রাত ৯ ঘটিকার সময় সাইফুলের বাড়িতে গিয়ে আর্থিক সহাযোগিতা দিয়ে আসেন ও অসুস্থ বাচ্চাটির খোঁজ খবর নেন। এ সময় উপস্হিত ছিলেন মোহাম্মাদীয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কে.এম. শিহাব উদ্দিন, ফাহিম আহমদ, জাকির হোসেন এবং শাকিল আহমদ সহ অন্যান্য দায়িত্বশীল কর্মীবৃন্দ। এ সময় শিশুটির বাবা সাইফুল ইসলাম নবজাতকের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং যারা দান করতেছেন সকলের নেক হায়াত কামনা করেন।

শেয়ার করুন