আকতার হোসেন ভুইয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চিতনা কমিউনিটি ক্লিনিকের গ্রীল ও তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। ১১ নভেম্বর, সোমবার দিবাগত রাতে গুনিয়াউক ইউনিয়নের চিতনা চিতনা কমিউনিটি ক্লিনিকে চুরির এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ক্লিনিকে গিয়ে গ্রীস ও দরজার তালা ভাঙ্গা দেখতে পান কর্তব্যরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার অনিক দেবনাথ।
এ ব্যাপারে অনিক দেবনাথ বাদি হয়ে নাসিরনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
ক্লিনিকের সিএইচসিপি অনিক দেবনাথ জানান, তিনি সোমবার যথারীতি ক্লিনিকের কাজ শেষে সকল কক্ষের দরজার তালা আটকে দিয়ে বাড়িতে যান। রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরেরা ক্লিনিকের গ্রীল ও তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একটি ল্যাপটপ, মডেম, ১টি গ্লুকোমিটার, সোলার ব্যাটারী, দান বাক্স, ১টি সার্জিকেল যন্ত্রপাতির বক্স, ১টি সোনার ফ্যান, নগদ ৩ হাজার টাকাসহ জরুরী কিছু কাগজপত্রাদি নিয়ে পালিয়ে যায়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
থানার অফিসার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন এ ঘটনায় বিকালে থানায় এজাহার দায়ের করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।