মোঃ ইবাদুর রহমান জাকিরঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা পৌর শহরের আয়শা ট্রেডার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান তাঁর দোকান কর্মচারী অনুপম দত্ত যিশু কে দিয়ে ১১ নভেম্বর (সোমবার) বিকালে বড়লেখা পৌর শহরের পুবালী ব্যাংক ও ডাচবাংলা ব্যাংক থেকে ৩টি চেকের মাধ্যমে ৪ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে এনসিসি ব্যাংকে গিয়ে কোম্পানীর নামে টি টি করার জন্য দিলে দোকান কর্মচারী অনুপম দত্ত যিশু সে তিনটি চেক নিয়ে যায়।
অনুপম দও ব্যাংক থেকে টাকা তুলে এনসিসি ব্যাংকে যাওয়ার পথে একটি কালো রঙের মাইক্রোবাস যোগে ছিনতাইকারীরা তাকে প্রাণে নাশের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে উপজেলার দক্ষিণভাগ হাতলিঘাট এলাকায় ক্ষতবিক্ষত করে ফেলে যায়। এ সময় অনুপম দত্তের সাথে থাকা ৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। দোকান কর্মচারী অনুপম দত্ত যিশু রাতে হাতলিঘাট এলাকা থেকে আহত অবস্থায় কোনমতে বড়লেখা সদর হাসপাতালে গিয়ে ভর্তি হয়। দোকান মালিক মাহবুবুর রহমান এ ঘটনাটি পুলিশ কে অবগত করেন এবং মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে থানায় গিয়ে অজ্ঞাতনামা আসামী করে ছিনতাই মামলা দায়ের করেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক হাসপাতালে গিয়ে আহত দোকান কর্মচারী অনুপদ দত্ত যিশুকে ছিনতাইয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় ব্যাপক গড়মিল দেখতে পেলে সন্দেহের তীর তার দিকে ধাবিত হতে থাকে।
এক পর্যায়ে টাকা আত্মসাতের লক্ষে সে ছিনতাইয়ের পরিকল্পিত নাটক সাজানোর কথা পুলিশের নিকট স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে মঙ্গলবার বিকেলে তার সহযোগী বড়লেখার বারইগ্রামের বাসিন্দা স্বপন দত্তের বাড়ির বাথরুমে শপিং ব্যাগে সুরক্ষিত অবস্থায় সমস্ত টাকা পাওয়া গেলে পুলিশ তাদের দু’জনকে গ্রেফতার করে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, আহত অনুপমের কথাবার্তায় গড়মিল পাওয়ায় পুলিশের পূর্ণ সন্দেহ হয়। পরবর্তীতে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে আহত দোকান কর্মচারী অনুপম দত্তের স্বীকারোক্তির ভিত্তিতে তার সহযোগী স্বপন দত্তকে গ্রেফতার ও নাটকীয় ছিনতাইয়ের সমুদয় টাকা উদ্ধার করতে সক্ষম হই।