আকতার হোসেন ভুইয়াঃ
মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল ও ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।
ফান্দাউক দরবার শরীফ থেকে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনীর নেতৃত্বে জশনে জুলুছ রেব হয়ে ফান্দাউকের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জশনে জুলুছে ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ ভক্ত ও মুসল্লীরা অংশ গ্রহণ করেন।
জশনে জুলুছ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে দরবার শরীফের পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনীর সভাপতিত্বে মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মূফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ, মুড়াকুড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, বিজয়ের প্রতিধ্বনি‘র সম্পাদক আনিছুর রহমান, পীরজাদা সৈয়দ বাহাউদ্দিন খোকন, মাওলানা সৈয়দ বাকের মোস্তুফা, ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুবকর ভুইয়া, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল সভাপতি মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাওলানা মূফতি মোঃ শাহ আলম মাছুমী, মাওলানা সৈয়দ জাকারিয়া।
বক্তারা বিশ্ব নবীর আগমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে মুসলিম ওম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।