আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে দীর্ঘ দিন ধরে বলাৎকার করার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মো. আজিজুল হক (৫০)। তিনি ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর গ্রামের সংখ্যালঘু রবিদাস সম্প্রদায়ের এক দিনমজুর পরিবারের ছেলে (১১) সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। সে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেবে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে বলাৎকার করেছেন। এ ঘটনা ওই ছাত্র তার এক বন্ধুকে জানালে ঘটনাটি ফাঁস হয়।
বলাৎকারের ঘটনা ১২ নভেম্বর দুপুরে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানালে জেলা প্রশাসক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বকশীগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন। পরে সন্ধ্যায় বকশীগঞ্জ থানা পুলিশ নিজবাড়ি থেকে প্রধান শিক্ষক আজিজুল হককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাতেই ওই ছাত্রের বাবা বাদী হয়ে নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান গ্রেপ্তারকৃত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটানার সত্যতা স্বীকার করেছেন।
বুধবার ১৩ নভেম্বর সকালে প্রধান শিক্ষক আজিজুল হককে জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।