-
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে ২০২০ সালে অনুষ্ঠিতব্য মণিপুরী মুসলিম এসএসসি শিক্ষার্থীদের বিশেষ ক্লাস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে।
বাংলাদেশ মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি মো. খুরশেদ আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন। এতে মণিপুরী মুসলিম সমাজের নেতৃবৃন্দসহ শত শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে এসএসসি ২০২০ শিক্ষা বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য আগামী দিনে সমৃদ্ধি সাফল্য কামনা করে অতিথিরা।
কমলগঞ্জে মণিপুরী মুসলিম এসএসসি শিক্ষার্থীদের বিশেষ ক্লাস উদ্বোধন ও আলোচনা সভা
শেয়ার করুন