সাংবাদিকদের ভালবাসায় সিক্ত- অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম

স্টাফ রিপোর্টার.

বিদায় সংবর্ধনায় সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম (পিপিএম)। শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় এএসপি রাশেদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এই জেলায় তিনি চাকুরী করতে পেরে আনন্দিত ও খুশী।

তিনি বলেন, এখানের ছোটরা বড়দের সম্মান করেন আর বড়রা ছোটদের স্নেহ করেন। যা দেশের অনেক এলাকায়ই দেখা যায়না।

তিনি আরও বলেন, পুলিশ শুধুমাত্র একটি এলাকাকে নিয়ন্ত্রণ করতে পারে, বদলে দিতে পারে। কিন্তু সাংবাদিকরা একটি সমাজ ও একটি দেশের বিভিন্ন পরিবর্তন করতে পারে তাঁদের লিখনীর মাধ্যমে। তিনি সাংবাদিকদের মাধ্যমে জেলার সকল স্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

বিদায় সংবর্ধনার আলোচনা সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে এবং এনটিভির স্টাফ রিপোর্টার ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, দীপ্ত টিভি প্রতিনিধি বকসী মিছবাউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাপ্তাহিক মুক্তকথা সম্পাদক মামুনুর রশীদ মহসীন, মাছরাঙা প্রতিনিধি ফেরদৌস আহমেদ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, দৈনিক মৌমাছি কণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মানবজমিন স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, খবরপত্র প্রতিনিধি শ ই সরকার জবলু, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, মনুবার্তা সম্পাদক জসিম উদ্দিন, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, একাত্তর প্রতিনিধি আব্দুল কাইয়ূম, এনটিভি ক্যামেরাপার্সন মঞ্জু বিজয় চৌধুরী প্রমুখ।

সংবর্ধনায় বক্তব্যে সাংবাদিকরা মৌলভীবাজারে চাকুরী জীবনে এএসপি রাশেদুল ইসলামের চৌকষ ও সাহসিক অভিযানসহ বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এ জেলায় চাকুরী শেষে অনেক পুলিশ কর্মকর্তা পুলিশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছেন। তাই জেলার সাংবাদিকরাও আশা প্রকাশ করেন যে, এএসপি রাশেদুল ইসলাম একদিন সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবেন তাঁর কর্মময় জীবনে।

এছাড়া সাংবাদিকরা সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক পুলিশ সুপার হারুন উর রশীদ, সাবেক পুলিশ সপার মোহাম্মদ শাহ জালাল, সাবেক এএসপি আলমগীর হোসেনসহ অনেকের মৌলভীবাজারে কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন

শেয়ার করুন