শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে এমসিডার অবহিতকরণ সভা

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে এমসিডার অবহিতকরণ সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি.
শ্রীমঙ্গলে বেসরকারি সংস্থা এমসিডার আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টায় এমসিডা কার্যালয়ে এই অবহিতকরণ সভা হয়।
এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় সভায় প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন বেসরকারি সংস্থা এডুকোর হেড অব অপারেশন রঞ্জন জন পল রোজারিও, এডুকোর প্রোগ্রাম ম্যানেজার শরিফুল আলম, আলোয়-আলো প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এমদাদুল হক, আইডিয়া প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আমিনুর রহমান ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।
অবহিতকরণ সভায় জানানো হয় চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে ও এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এডুকো) কারিগরী সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা ব্র্যাকিং দ্যা সাইলেন্স, এমসিডা, আইডিয়া এবং প্রচেষ্টা।
এই প্রকল্পটি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩২টি চা বাগানে এবং শ্রীমঙ্গলের একটি হাওর এলাকায় শিশুর বিকাশ, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে কাজ করবে। ২৫ নভেম্বর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে শ্রীমঙ্গলে।
শেয়ার করুন