আকতার হোসেন ভুইয়া, নাসিরনগরঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয়বারের মত নারী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করা নাজমা আশরাফীকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজামানের পরিচালনায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়, নবাগত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল বাকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।
১৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নাজমা আশরাফীকে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা পদে পদায়ন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে নাজমা আশরাফী ২০ নভেম্বর (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন এবং বৃহস্পতিবার ইউএনও হিসেবে প্রথম অফিস করেন।
ইউএনও নাজমা আশরাফী তার প্রতিক্রিয়ায় সকলের প্রতি সহযোগিতা কামনা করে বলেন, সরকারের গৃহীত সকল পদক্ষেপ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি কাজ করবো। এ উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতায় কাজ করে যেতে চান বলে তিনি জানান।
নাসিরনগরে প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সামিহা ফেরদৌসী যোগদান করেছিলেন আর দ্বিতীয়বারের মত নারী ইউএনও হিসেবে যোগদান করেছেন নাজমা আশরাফী।
জানা গেছে, নবাগত নাজমা আশরাফী দিনাজপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ১ আগষ্ট ২০১১ সালে ২৯ তম ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম যোগদান করেন। পরে তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালপুরসহ বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলী বদলি হওয়ার পর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।