বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশনের ‘রক্তযুদ্ধা পরিচয়পত্র‘ বিতরণ

মোঃ ইবাদুর রহমান জাকিরঃ

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলার সর্বপ্রথম রক্তদানকারী মানবসেবী সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ এর সকল সদস্যদের মধ্যে ‘রক্তযুদ্ধা পরিচয়পত্র’ বিলি অনুষ্ঠান ২৪ নভেম্বর (রবিবার) খাদিজা ম্যানশনের ২য় তলায় অফিস মিলনায়তনে অনুষ্টিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, কন্ট্রাক্টর জনাব জালাল আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব কামাল আহমদ, মহাসচিব বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব হিফজুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশন।

বক্তারা বলেন, তরুণরা অধম্য শক্তির উৎস তাই, বড়লেখার একদল তরুণদের কর্ম প্রচেষ্টায় রক্তদানকারী সংগঠন তৈরী হয় ২০১২ সালের ১৮ ডিসেম্ভর। যাদের কর্মপ্রেরণায় আজও সারা দেশে প্রতিনিয়ত রক্তদান করে আসছে এই ফাউন্ডেশন। পাশাপাশি মানব সেবায় সোচ্চার এই সংগঠনটি, আমাদের দেখা কাঠাঁলতলীর একজন মাহিলাকে অর্থদান, করামত নগর চা বাগানের একজন চা শ্রমিককে অর্থদান, মোহাম্মদনগরের একজন শিশুকে অর্থদান, শাহবাজপুরের একজন সিজারকৃত মাকে অর্থদান অন্যতম। যার মাধ্যমে ইতিমধ্যে বড়লেখার জনসাধারনের মন জয় করতে পেরেছে এই সংগঠন। বক্তারা আরও বলেন, এখনি সময় তারুণদের, তারা এই সময় ইবাদাত মনে করে আরো বেশী মানব কাজ করতে হবে। মানবসেবা উপজেলার সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।

পরে সকল সদস্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যন স্বাক্ষরিত সংগঠনের স্মাট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব গোলজার হোসেন হাসান, জনাব তাজুল ইসলাম, জনাব রিফাত আহমদ, আহমদ জেবলু, সারোয়ার হোসেন মাক্কির প্রতি যারা বিগত দিনে মানব কল্যাণ ফাউন্ডেশনের দ্বায়িত পালন করে গেছেন।

শেয়ার করুন