-
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কাজ শেষে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন ২ সন্তানের জননী এক নারী চা শ্রমিক।
ধর্ষণের শিকার ঐ নারী শ্রমিকের বাড়ি উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা-বাগান এলাকায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় একই গ্রামের দানিয়েল গমেজের ছেলে সুকু গমেজ (২০) নামের এক যুবক জোর করে তাকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে। বর্তমানে তিনি মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সরেজমিনে হাসপাতালে গেলে ঐ নারী শ্রমিক প্রতিবেদককে বলেন, আমার প্রতিবেশী দানিয়েল গমেজের ছেলে সুকু গমেজ প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে আমার পথ রোধ করে নানা কটুক্তি ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। তার অনৈতিক প্রস্তাবে আমি তাকে বুঝানোর চেষ্টা করেছি। তাকে আমি বলেছি যে আমার স্বামী ও সন্তান রয়েছে এবং আমি তোমার বয়সেও অনেক বড়।
ঐ নারী বলেন, ঘটনার দিন সে আগে থেকে ঘটনাস্থলে ওৎপেতে থাকে। আমি বাগান থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় মধ্যপথে সে জোর পূর্বক আমাকে পাশের চা গাছের ভিতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় আমি উচ্চ স্বরে চিৎকার করলেও জায়গাটি নির্জন হওয়ায় কেউ এগিয়ে আসেনি।
এবিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে একটা অভিযোগ পেয়েছি। আমরা আইনগত প্রদক্ষেপ নিচ্ছি।
বাড়ী ফেরার পথে ধর্ষণের শিকার নারী চা শ্রমিক
শেয়ার করুন