- জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের জন্য বিশাকালের মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। নগরীর চৌহাট্টা এলাকাস্থ আলিয়া মাদরাসা মাঠে এ মঞ্চ নির্মাণ কাজ চলমান।
- আজ বুধবার বিকালের মধ্যেই মঞ্চ নির্মাণের কাজ শেষ হবে বলে জানা গেছে।
- সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবারের এ সম্মেলনের জন্য আলিয়া ময়দানে ৬০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রস্থ মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। মঞ্চে আসন থাকবে প্রায় ২০০টি।
- জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী জানান, অনেকটা নৌকার আদলে এ মঞ্চ নির্মাণ করা হচ্ছে।
- তিনি জানান, আজ বুধবারের মধ্যে মঞ্চের নির্মাণকাজ শেষ হয়ে যাবে।
- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
৬০ ফুট মঞ্চ হচ্ছে আ.লীগের
শেয়ার করুন