সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সাথে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের মতবিনিময় সভা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুরে সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সাথে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ নভেম্বর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ মতবিনিমিয় সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ।
মতবিনিময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এম.পি বলেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সংগঠন। স্বাধীনতার পক্ষের শক্তির দল হলো আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধার কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত উন্নয়নের কাজ করে যাচ্ছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাবেক উপ-অধিনায়ক নুরুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন প্রমুখ।
শেয়ার করুন