জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুই টিকিট কালোবাজারিকে আটকের পর পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে র্যাবের অভিযানে তাদেরকে আটক করা হয়।
জরিমানার দণ্ডপ্রাপ্তরা হলেন মেলান্দহ পৌরসভার শাহজাদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে নূর মোহাম্মদ ফজল (৪৭) ও মৃত আব্দুস সালামের ছেলে মো. নজরুল ইসলাম (৪০)।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ৪ ডিসেম্বর দুপুর সোয়া একটার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ৬টি আন্ত: নগর তিস্তা ট্রেনের টিকিটসহ আটক করা হয়েছিল।