নাসিরনগরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে ১৭টি আবেদনেই বাতিল

আকতার হোসেন ভুঁইয়াঃ

নাসিরনগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা থেকে বাদ পড়ে যাওয়া মুক্তিযোদ্ধা অর্ন্তভুক্ত করণের সুপারিশকৃত আবেদন পুনরায় যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।বুধবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে যাচাই বাছাই কমিটির সভাপতি ও সাবেক উপ-সচিব মিছবাহ উদ্দিন আহমেদ মিনুর সভাপতিত্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব নাজমা আশরাফী ও সদস্য হাজ্বী আবদুল বাকির সমন্বয়ে কমিটি আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের তালিকাভুক্ত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী ১০টি সঙ্গায় কাগজপত্র, সাক্ষ্য প্রমান ও আনুসাঙ্গিক বিষয়াদি শুনানির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও আবেদনকারী কাউকে মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত করতে পারেনি। অথচ ১৭ জন ব্যক্তি মুক্তিযোদ্ধা দাবী করে উক্ত কমিটির বরাবরে লিখিত আবেদন করেন। দিনভর যাচাই বাছাই শেষে সন্ধ্যায় সংশ্লিষ্ট যাচাই বাছাই কমিটি এ ঘোষনা দেন।

যাচাই বাছাই শুনানিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও তাদেঁর স্বজন, সাক্ষী, শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব নাজমা আশরাফী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পুনরায় চুড়ান্ত যাচাই বাছাইকালে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষ্য প্রমানের ক্রুটি থাকাই ১৭ জনের আবেদনই সর্বসম্মতিক্রমে না-মঞ্জুর হয়েছে।

যাচাই বাছাই কমিটির সভাপতি ও সাবেক উপ-সচিব মিছবাহ উদ্দিন আহমেদ বলেন এ উপজেলায় বর্তমানে ৮০জন ভাতাভূক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। পুনরায় আবেদনকৃত ১৭ জন ব্যক্তি মুক্তিযোদ্ধা দাবী করে আবেদন যাচাই বাছাইকালে উপযুক্ত প্রমানাদি পেশ করতে ব্যর্থ হওয়ায় সব কয়টি আবেদনই বাদ পড়েছে।

শেয়ার করুন