নাসিরনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ৭ ডিসেম্বর, শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার তুলে দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন এমপি বলেন বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। তাই তাদের জীবন মান উন্নয়নে আজকে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

শেয়ার করুন