কানাইঘাট জমিয়তে তালাবার কাউন্সিল সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধিঃ 

বিশ্বশান্তি ও মানব কল্যাণে নিবেদিত ইসলামী নন পার্লাম্যান্টারি ধর্মীয় রাজনৈতিক সংগঠন, ‘জমিয়তে উলামা বাংলাদেশ’-এর ছাত্র সংগঠন জমিয়তে তালাবা বাংলাদেশ ‘কানাইঘাট উপজেলা শাখার’ কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ২ঘটিকার সময় কানাইঘাট আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ-কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন জমিয়তে তালাবা কর্মী হা.মাহদি আল হামযা। জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হা. মাও.এহসান এলাহীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল হাফিজ মারুফ জাকিররে পরিচালনায় সভায় বক্তৃতা পেশ করেন মাও.গোলাম ওয়াহীদ , প্রতিষ্টাতা প্রিন্সিপাল বীরদল মাদ্রাসা। মাও. শাহ ফরিদ উদ্দীন, শায়খুল হাদিস চতুল ঈদগাহ মাদ্রাসা। মাও.হারুনুর রশীদ চতুলি, সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামা বাংলাদেশ। মাও. নজির আহমেদ, অফিস সম্পাদক জমিয়তে উলামা বাংলাদেশ। মাও. হারিস উদ্দীন, সদস্য সচিব জমিয়তে আনসার সিলেট। মাও. আব্দুল আজিজ মাহফুজ, সেক্রেটারী জমিয়তে আনসার কানাইঘাট ছাত্রনেতাদের মধ্যে থেকে বক্তব্য পেশ করেন এম.এ লাহিন, সভাপতি জমিয়তে তালাবা বাংলাদেশ। মাও. আল-আমিন হাসান নাহিদ জনপ্রিয় লিখক, গবেষক, সম্পাদক। উপস্থিত ছিলেন মুহা. জুনায়েদ শামসী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক জমিয়তে তালাবা বাংলাদেশ। সভায় সর্বসম্মতিক্রমে হা. মাও. এহসান এলাহীকে পুনরায় সভাপতি,হা.মারুফ জাকিরকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির প্যানেল ঘোষণা করেন মাও. আল-আমিন হাসান নাহিদ, সদস্যসচিব জমিয়তে তালাবা বাংলাদেশ সিলেট জেলা।

শেয়ার করুন