নাসিরনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

আকতার হোসেন ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়াঃ দেশের জনগণের মধ্যে দূর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়েই আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।

মানববন্ধন শেষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার তাহমিনা আক্তার এবং ওসি (তদন্ত) কবির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহমেদ, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, গোর্কণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট শামসুজ তাবরীজ, হাজ্বী আবদুল মোতালিব, সদস্য শিবলী চৌধুরী প্রমূখ।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন