বরফাচ্ছাদিত টরন্টোয় ঘর্মাক্ত হয়ে শেষ হলো বিসিএসসি কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯

টরন্টো (কানাডা) প্রতিনিধিঃ

শীতের তীব্রতায় আর প্রবল তুষারপাতে কানাডার টরন্টো শহরের মানুষ প্রয়োজন ছাড়া যখন বাইরে বেরুচ্ছিলেন না, তখন এপিক ব্যাডমিন্টন স্টেডিয়ামে ঘর্মাক্ত দেহে সুনিপুন কৌশলে নিজেদের পারদর্শিতার জানান দিচ্ছিলেন একদল বাংলাদেশী খেলোয়াড়।

বাংলাদেশী কেনেডিয়ান স্পোর্টস ক্লাব (বিসিএসসি) আয়োজিত ’বিসিএসসি কাপ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা (পুরুষ) ২০১৯’ গত ৮ ডিসেম্বর (রবিবার) অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত হলো স্কারবোরোর এপিক ব্যাডমিন্টন স্টেডিয়ামে।

কানাডার বিভিন্ন শহর থেকে আগত খেলোয়াড়বৃন্দ এলিট এবং এডভান্স এই দুইটি গ্রুপে অংশগ্রহন করেন। এলিট গ্রুপে চ্যাম্পিয়ন হন মন্ট্রিয়াল থেকে আগত রুবেল ও এহসান, দ্বিতীয় হন কিংস্টন থেকে আগত আবদাল ও আফছার এবং তৃতীয় হন টরন্টোর আরিফ ও তাজুল। তাছাড়া এডভান্স গ্রুপে চ্যাম্পিয়ন হন টরন্টোর তাজ ও ইফতি, দ্বিতীয় হন টরন্টোর রাসেল ও রাজ এবং তৃতীয় হন টরন্টোর মাঈনুল ও সাব্বির।

সকাল ১১টায় প্রতিযোগিতা শুরু হয়ে বিকাল ৬টায় সমাপনী খেলার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএসসি’র নেতৃবৃন্দ ও উপস্থিত গন্যমান্য অতিথিবৃন্দ।

বিসিএসসি’র পক্ষ থেকে সকল খেলোয়াড়বৃন্দ, খেলা পরিচালনা কমিটি, অতিথিবৃন্দ ও উপস্থিত দর্শকবৃন্দকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

শেয়ার করুন