সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টো; আশরাফ সভাপতি, নির্বাহী সহ-সভাপতি মাসুক এবং বেলাল সাধারন সম্পাদক

জালালাবাদবার্তা.কম, টরন্টো, কানাডাঃ  

৮ ডিসেম্বর (রবিবার) টরন্টোর ডেনফোর্থের আল-মানি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ ঘটিকার সময় ‘সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টো’ এর আহবায়ক কমিটির এক সাধারন সভায় আগামী ২০১৯-২০২১ সালের জন্য সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টো, অন্টারিও, কানাডার নতুন কমিটির সভাপতি, নির্বাহী সহ-সভাপতি এবং সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়।

আহবায়ক বেলায়েত হোসেন রিপন এবং আহবায়ক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, নাজমুল জায়গীরদার রানা, হাজী তুতিউর রহমান, শামছুল ইসলাম এবং আ ন ম ইউসুফ এর দীর্ঘ দিনের প্রচেষ্টায় নতুন এই কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ আশরাফ আহমদকে সভাপতি, মাসুক আহমদ চৌধুরীকে নির্বাহী সহ-সভাপতি এবং বেলাল সামছুলকে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বভার অর্পণ করা হয়।

খুব শীঘ্রই টরন্টো, কানাডা থেকে প্রকাশিত বাংলাদেশী অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞপ্তির মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েন আহবায়ক কমিটি। 

শেয়ার করুন