নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের ঘোষিত ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কুলাউড়ার তারেকুর রহমান তারেক।
সোমবার (০৯ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. সালাহ উদ্দিন ভূঁইয়া (নয়ন) ও সম্পাদক মো. সিরাজুল ইসলাম (আকাশ) স্বাক্ষরিত ওই কমিটি প্রকাশ করা হয়। দলের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রিয় কমিটির কাছে হস্তান্তর করতে হবে।
ঘোষিত কমিটিতে ফয়ছল আহমেদ টিপুকে সভাপতি, মো. তারেকুর রহমান তারেক (তারেক মাসুদ)-কে সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
তারেক উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজি গ্রামের সাবেক ইউপি মেম্বার আলহাজ্জ্ব আব্দুল খালিকের ভাতিজা এবং শামসুল ইসলাম কনা (মহালদার) এর ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌর শহরের মাগুরায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছেন।
তারেক বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। উনার সুদক্ষ দেশ পরিচালনায় বাংলাদেশ আজ বিশ্বের অনেক দেশের জন্য অণুকরণীয়। উনার নেতৃত্বে দেশ তথ্য প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে। জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক হওয়ায় দলের প্রতি আরও দায়িত্ব বেড়ে গেলো। তথ্য প্রযুক্তির সাহায্যে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা করবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল কার্যক্রমে আমরা স্বশরীরে উপস্থিত থেকে দলের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করবো। এজন্য সকলের সহযোগীতা একান্ত কাম্য।’
জালালাবাদ২৪ডটকম/১০ডিসেম্বর২০১৯/এসএ