মাওলানা শরাফত আলী আর নেই, বুধবার জানাজা

জালালাবাদ বার্তাঃ 

জালালাবাদবার্তা.কম এর বড়লেখা/বিয়ানীবাজার প্রতিনিধি সাংবাদিক মোঃ ইবাদুর রহমান জাকিরের পিতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শরাফত আলী সাহেব ১০ ডিসেম্বর মঙ্গলবার আছর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে বিয়ানীবাজারে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

মরহুমের জানাজার নামাজ বুধবার (১১ ডিসেম্বর) বাদ যোহর, দুপুর ২টার সময় নওয়াগ্রাম (পূর্ব মুড়িয়া) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য এবং তাঁর আত্মার মাগফেরাত কামনার জন্য সকল মুসলমান ভাইদের অনুরোধ জানানো হয়েছে।

জালালাবাদ বার্তা পরিবারের পক্ষ থেকেও আমরা মরহুমের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আ’লামীন তাঁর এই বান্দাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।

শেয়ার করুন