»প্রচ্ছদ»মৌলভীবাজারে আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মৌলভীবাজারে আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মৌলভীবাজার প্রতিনিধি :: সারাদেশের ন্যায় মৌলভীবাজারে আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে শহরের চৌমুহনীস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি ফয়সাল আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারেকের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও জেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রিয় সভাপতি ডা. সালাহ উদ্দিন ভুইঁয়া (নয়ন) এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (আকাশ)। এতে ফয়সাল আহমেদ টিপুকে সভাপতি এবং তারেকুর রহমান তারেককে সাধারণ সম্পাদক করে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।