তিন দিন ধরে বয়ে চলছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা -শীতের তীব্রতা বাড়ছে
মৌলভীবাজার প্রতিনিধি.
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস ।
শ্রীমঙ্গল হাইল-হাওরের বড় গাঙিনা সম্পদ ব্যবস্হাপনা সংগঠনের সাধারন সম্পাদক মিন্নত আলী জানান, শীত পড়ার সাথে সাথে মৎস্য অভয়াশ্রম ও পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে কিছু কিছু করে অতিথি পাখি আসতে শুরু করেছে। এতে বাইক্কা বিলে এখন দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে। সপ্তাহে শুক্রবার, শনিবারসহ ছুটির দিনগুলোতে পর্যটক, দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে।
এদিকে শীতকে কেন্দ্র করে উপজেলা শহরগুলোতে শীতবস্ত্রের দোকানগুলোতেও ভিড় বাড়ছে। আর নিম্ন আয়ের মানুষেরা ফুটপাতে গড়ে ওঠা দোকানের পুরোনো কাপড়ের ওপর ভরসা করছেন। তবে এরই মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে।
শেয়ার করুন