ডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের পৌলাবাড়ী গ্রামের হত দরিদ্র মোঃ সিজিল মিয়া (৬৫)। দীর্ঘদিন যাবৎ দুই পায়ের আঙ্গুলে বিষাক্ত কিছু লেগে পায়ের আঙ্গুলে পচন ধরে গেছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলেছেন সময় মত সুচিকিৎসা না করালে এই বিষাক্ত সাড়া শরীরে পচন ধরার সম্ভাবনা আছে। সিজিল মিয়া চিকিৎসার জন্য অনেক আর্থিক প্রয়োজনের কারণে সকলের নিকট সাহায্যের জন্য হাত বাড়ান। এই সংবাদটি স্বচ্ছতা গ্রুপের সদস্য রুবেল মিয়া চৌধুরীর নজরে আসলে সকল সদস্য মিলে আনুষ্ঠানিক ভাবে গত (১৩ শে ডিসেম্বর) শুক্রবার বিকেলে উপজেলার পৌলা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বচ্ছতা গ্রুপের সদস্যের উদ্যোগে সিজিল মিয়ার সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় প্রদান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং বুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার সহ অত্র এলাকার মুরুব্বিয়ান ও স্বচ্ছতা গ্রুপের উদ্যোক্তা মোঃ করিমুল হক, সদস্য মোঃ জিয়াউর রহমান সুজন, এম এ কুদ্দুছ, মোঃ আক্তার হোসেন রিপন, মোঃ আব্দুল মৌলা খান, মোঃ মুমিন মিয়া, মোঃ জুবায়েদ আহমেদ স্বপন, মোঃ বাদল মিয়া, মোঃ মামুন মিয়া, মোঃ সাদমান জহির, মোঃ নজরুল ইসলাম তুহিন, মোঃ আল আমিন অর্জুন পাল, শেখ ইমন আহমেদ, মোঃ মুক্তারুজ্জামান চৌধুরী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠান শেষে আরো ৩জন স্বচ্ছতা গ্রুপের প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন। প্রবাসীরা হলেন এম এ কুদ্দুস, মোঃ আক্তার হোসেন রিপন, মোঃ মুমিন মিয়া। স্বচ্ছতা গ্রুপের ২০তম অনুদান প্রদান করায় এলাকার সবার নিকট দোয়া কামনা করেন এবং সকল সদস্যবৃন্দরা আগামীতে আরো অনেক অনুদানের বিষয় মাথায় রেখে সকলকে ঐক্য মত নির্বিশেষে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বচ্ছতা গ্রুপের উদ্যোক্তা মোঃ করিমুল হক।
মাধবপুরে হত দরিদ্র সিজিল মিয়াকে চিকিৎসার অনুদান দিলেন স্বচ্ছতা গ্রুপ
শেয়ার করুন