- শহর প্রতিনিধি.
- মৌলভীবাজারে পালিত হলো ৪৮ তম মহান বিজয় দিবস। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ।
- সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু হয়।
- পরে এম সাইফুর রহমান স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার ৭টি উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
- স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান,মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি,জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান,জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার),জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ,জেলা আওয়ামীলীগের সদস্য মো: সাইফুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব।
- মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটিসহ পুলিশ প্রশাসন, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন জেলা অনলাইন প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি,জেলা আওয়ামীলীগে,যুবলীগ।
- ছাত্রলীগ,শ্রীমকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,জেলাবিএনপি, যুবদল, ছাত্রদল,মানুষের অধিকার, হোয়াইট পার্ল কলেজ,মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবি সমিতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,
মৌলভীবাজারে মহান বিজয় দিবস
শেয়ার করুন