প্রেস রিলিজ::
“বিজয়ের সুফল চাই, বিভেদ নয় ঐক্য চাই” এই স্লোগানে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
১৬ ডিসেম্বর, সোমবার সকাল ১০টায় মৌলভীবাজার শহরের সিলেট রোড থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পশ্চিমবাজার এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। র্যালী পরবর্তী সমাবেশে শহর শিবিরের আব্দুল কাইয়ুমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আব্দুল মুমিত। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা।
সমাবেশে শহর শিবিরের সভাপতি সভাপতি আব্দুল মুমিত বলেন, ‘১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ি সংঘর্ষের মধ্য দিয়ে আমরা একটি সোনার বাংলাদেশ পেয়েছি। পৃথিবীর মাণটিত্রে আমাদের পরিচয় হয়েছে। আমরা স্বাধীনতার ৪৮ বছর অতিক্রম হওয়ার পরেও, আমরা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান শিক্ষার অধিকার নিয়ে এদেশ স্বাধীন করেছে। এদেশে আজকে অনির্বাচিত সরকারের মাধ্যমে অমাদের মৌলিক অধিকার লুটে নেয়া হচ্ছে।
তিনি বলেন, আজকে যে শিক্ষার অধিকার নিয়ে বাংলাদেশে আমরা স্বাধীন হয়েছি, সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। আজকে সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে সকল প্রতিষ্ঠানে গুন্ডা বাহিনী পালন করা হয়েছে। আজকে যখন ছাত্ররা তাদের অধিকার নিয়ে কথা বলে তখন তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আঘাত করা হচ্ছে। দেশে উন্নয়নের নামে বালিশ কান্ড ঘটিয়ে শাসক গোষ্ঠিরা আজ দেশের সম্পদকে তাদের নিজস্ব সম্পদে গণ্য করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে জুডিশিয়াল কেলেঙ্কারির মাধ্যমে আজকে দেশের বুদ্ধিজিবিদের হত্যা করা হয়েছে। স্বাধীনতার চেতনা ব্যবসার নামে আলেম সমাজকে জেলে দেয়া হচ্ছে। শাসক গোষ্ঠি ইসলামী ছাত্র শিবিবের কার্যক্রম বন্ধ করার জন্য আমাদেরকে জুলুম-নির্যাতন করা হচ্ছে। প্রিয় দেশ বাসি আমাদের যতো জুলুম করা হোক, নির্যাতন করা হোক ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতা রক্ষার জন্য এক পা পিছুবে না।
বিজয় দিবসে মৌলভীবাজারে ছাত্র শিবিরের বর্ণাঢ্য র্যালী
শেয়ার করুন