চাউতলী বিটের অবাধে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মৌলভীবাজার প্রতিনিধি.
প্রসঙ্গত: মৌলভীবাজারের লাউয়াছড়ার জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী বন বিট চাউতলী। এ বিটের ফলের বাগানের আয়তন ৩২ হেক্টর। এখানে ৯০ শতাংশ প্রাকৃতিক ফলের গাছে পরিপূর্ণ। যে গাছগুলোর বয়স প্রায় ৫০ থেকে একশ বছর এবং এ গাছগুলোই বন্যপ্রাণীদের দৈনিক খাবারের জোগান দিয়ে থাকে।
শেয়ার করুন