মৌলভীবাজার জেলায় শীত জেঁকে বসেছে-সকাল থেকে সূর্যের দেখা মিলছে না
সাইফুল ইসলাম,
ভূরভুরিয়া চা বাগানে চা শ্রমিক সোনালি কাহার ও উমা বাউরী বলেন,সরকার থেকে কোন শীতের কম্বল পাইনি। ’
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালের ৪ ফেব্রæয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রচন্ড শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তাদের নেই ন্যুনতম শীতবস্ত্র। চা বাগানে চা শ্রমিকদের বস্তিতে গভীর রাতের নিস্তব্ধতা। এমন সময় হঠাৎ চা শ্রমিকদের দরজায় কড়া নাড়িয়ে একজন বললেন ইউএনও স্যার আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছেন।
কম্বল পাওয়া অহিদাবাদ চা বাগানের রাম রিকমন বলেন, ‘হঠাৎ দরজার সামনে লোকজন ডাকছে। দরজা খুলে দেখি ইউএনও স্যার আমাদের জন্য কম্বল নিয়ে এসেছেন। উনি আমাগো দুখের কতা চিন্তা করে কম্বল নিয়ে আইছে।’
শেয়ার করুন