৪০টি গীর্জার জন্য আনুষ্ঠানিকভাবে বড়দিনের অনুদান বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ
কমলগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের ৪০টি গীর্জার জন্য আনুষ্ঠানিকভাবে বড়দিনের অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার ২৩ ডিসেম্বর কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে অনুদানের এই অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিশন প্রধান সুছিয়াং-এর সভাপতিত্বে বড় দিনের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও বিভিন্ন গীর্জা থেকে আগত মন্ডলি ও পুঞ্জি প্রধানরা। প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলার ৪০ টি গীর্জায় আড়াই লাখ টাকার অনুদান বিতরণ করেন।

শেয়ার করুন