বড়দিনে পুলিশ সুপারের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

    • বড়দিনে পুলিশ সুপারের শুভেচ্ছা ও মতবিনিময় সভা
  • স্টাফ রিপোর্টার॥ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ পিপিএম (বার) এর সাথে শুভেচ্ছা ও মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
  • সোমবার ২৩ ডিসেম্বর বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয় নিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় আলোচনা হয়।
  • এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার, থানার ইনচার্জগণসহ বিভিন্ন চার্চের নেতৃবৃন্দ।

  • মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন-২০১৯ উদ্যাপন নির্বিঘ্ন করতে আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে আগত চার্চ নেতৃবৃন্দের মতামত গ্রহণ করেন।
  • সভায় পুলিশ সুপার জানান, মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।
  • Share this:
শেয়ার করুন