১০ জানুয়ারি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘উইন্টার ফেস্টেল’

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার::
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উইন্টার ফেস্টেল’। আগামী ১০ জানুয়ারি বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে হবে এই শীতকালীন উৎসব।
আয়োজকরা জানান, স্কুলজীবনের স্মৃতি পুনরায় জাগ্রত করতে, শীতের রিক্ততা কাটিয়ে বসন্তের উষ্ণতা ফিরিয়ে আনতে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ মিলে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সবার জন্য গিফট হিসেবে থাকছে স্কুলের প্রতীক বহন করা হুডিসহ অন্যান্য উপহার। থাকছে ফটোশেসন, সারপ্রাইজ ইভেন্ট, রাতে বন ফায়ার, কালচারাল নাইটসহ খাবারের ব্যবস্থা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে খ্যাতিমান ব্যান্ড জলের গান।
এই আয়োজনে যোগ দিতে প্রাক্তন ছাত্রদের ৬শত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বুথে রেজিস্ট্রেশন করতে হবে। মৌলভীবাজার সরকারি কলেজের অডিটোরিয়ামের সামনে, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে, কুসুমবাগের মডার্ন ফুল সেন্ট্রার রোডের ফুড কেমইজে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও ০১৬৮৭৮৬৭৭৯২ ও ০১৩১৭৪৭৪৭৫১ নাম্বারে যোগাযোগ করে বিকাশেও নিবন্ধন করা যাবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৭ ডিসেম্বর, রাত ১০ টা পর্যন্ত।

 

শেয়ার করুন