শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে উদযাপিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন

মৌলভীবাজার প্রতিনিধি.

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশু খ্রিস্টের এই জন্মতিথি উদযাপন করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে।
মৌলভীবাজার জেলায় খ্রিস্টান ধর্মের অনুসারীর সংখ্যা খুব বেশি নয়। তারপরও বিভিন্ন রঙের জরি লাগিয়ে রঙিন করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাথলিক চার্চ (শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী) প্রাঙ্গণ।
আশপাশে জ্বালানো হয়েছে রঙিন বাতি। ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। বিশেষ প্রার্থনায় যোগ দিতে শহর ও শহরতলীর প্রত্যন্ত এলাকা থেকে এসেছেন বিভিন্ন বয়সী মানুষ।

তাদের সবার অংশগ্রহণে প্রার্থনা আর উৎসবের মধ্য দিয়ে শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে উদযাপিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন পালিত হলেও এর আনুষ্ঠানিকতা শুরু আগের দিন মঙ্গলবার রাত থেকেই।
বুধবার দিনব্যাপী আনন্দ উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় এর আনুষ্ঠানিকতা। এর সঙ্গে ছিল বিশেষ খাবারের আয়োজন। কোনও কোনও বাড়িতে ও উপাসনালয়ে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসরও বসেছে।

শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের ফাদার নিকোলাস বাড়ৈ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ধর্ম প্রদেশের আর্চ বিশপ বিজয় এনডি ক্রজ (ওএমআই)।

তারা বলেন, এবারের প্রার্থনার মূল ভাবনা ছিল শান্তি ও সহাবস্থান। পোপ ফ্রান্সিস বাংলাদেশে এসে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শান্তি ও সহাবস্থানের যে বাণী শুনিয়েছেন, তার প্রতিফলন ছিল বড়দিনে প্রার্থনায়।’
এছাড়া বড়দিনের অনুষ্ঠানে ধর্মপল্লির আওতায় ৭৬টি গ্রাম, চা বাগান ও খাসিয়া পুঞ্জির প্রায় ১০/১২ হাজার খিস্টান ধর্মাবলম্বী সব বয়সী নারী-পুরুষ অংশ নেন।
ক্যাথলিক মিশনে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বলেছেন, সকল ধর্মের মানুষ একে অপরকে ভাল বাসবে এই হচ্ছে ধর্মের বড় শিক্ষা। সে কারণে আমরা যারা ইসলাম ধর্মের বিশ^াসী,ঠিক তেমনি খ্রিস্ট ধর্মের বিশ^াসী, তারপর অন্যান্য ধর্মের বিশ^াসী সকল ধর্মের একে অপরের বন্ধুসুলভ মনোভাব নিয়ে কাজ করা,ঐক্যবদ্ধ হয়ে কাজ যেখানে জঙ্গিবাদ ও মাদক শক্তির প্রভাব থাকবে না, এই দেশকে সকলে মিলে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য আজকের এই শুভ বড়দিনে অঙ্গীকারবদ্ধ হই।’
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারাও বড়দিনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে সন্ধ্যায় মৌলভীবাজারের পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম(বার) শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের ফাদার নিকোলাস বাড়ৈ এর সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন।

শেয়ার করুন